রবিবার, ২৭ জুন, ২০২১

জন্মদিন / নির্মল হালদার

জন্মদিন / নির্মল হালদার


প্রতিদিন ফুল কুড়াতে যায়।

ভোর হলেই ফুল কুড়াতে যায়।

ইয়ালা ঘুম থেকে উঠেই মাকে ওঠায়: মা ওঠো ওঠো-------
আলো আসছে। মা উঠে যাও
আলো আসছে-------
মা নড়েচড়ে।ওঠেনা।

ইয়ালা একা একা
ঘরের দরজা খুলে বাগানে যায়।
ফুল দেখতে না পেলে, সে চলে যায় ভুবন ডাঙা।
অসংখ্য ফুলের গাছ। টগর ফুলের গাছ। শাদা শাদা ফুল।মন মেলে চেয়ে আছে। মাটিতে পড়ে আছে।

যে গাছগুলি উঁচু উঁচু------ইয়ালার
হাত যায়না। সেই গাছের ফুল হাসে। হাসতে হাসতে মাটিতে ঝরে যায়। আর তখনই ইয়ালা ফুল কুড়ায়।
এক সাজি ফুল নিয়ে ঘরে গিয়ে
তার পড়ার টেবিলে রাখে।

ইয়ালা স্কুলে যায়। সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তার কয়েকজন বন্ধু হয়েছে। তারা একই সঙ্গে স্কুলে যায়। একই পাড়াতে থাকে।
আর বন্ধু হয়েছে ফুল কাকু।

প্রায় দিন ফুল কাকুর সঙ্গে
ইয়ালার দেখা হয় ভুবন ডাঙ্গাতে।
ফুল কাকুও ফুল তুলতে আসে।

কখনো কোনো দিন ফুল কাকু
ইয়ালাকে বিস্কুট ও লজেন্স দিয়ে থাকে। আদর জানায়।বলে, তোমাদের বাড়ি যাবো একদিন।
ইয়ালা কী খাওয়াবে? ইয়ালা বলে, মিষ্টি খাওয়াবো।
ফুল কাকু বলে, আমিতো মিষ্টি খাই না।ইয়ালা আর কি বলবে।
শুধু বলে, তুমি দুধ মুড়ি খাবে।
ফুল কাকু হাসে।

আজ ফুল কাকু তাদের বাড়িতে আসবে। ইয়ালার মা আসতে
বলেছেন। আজ ইয়ালার জন্মদিন। আজকেও ফুল তুলতে গিয়ে ছিল ইয়ালা। ফুল কাকুও।
তখন ইয়ালা ফুল কাকুকে তাদের বাড়ির একটি গোলাপ উপহার দিয়েছে। ফুল কাকু বলেছে, আজ তোমাদের বাড়িতে যাব। তখন দেখবো, তোমার গাঁথা মালা।
তুমি মালা গাঁথতে পারবে?
আমি কোনদিন গাঁথিনি------আজ
তোমার জন্য মায়ের কাছে শিখবো।

ফুল সংগ্রহ করেছে অনেক।
ইয়ালা মালা গাঁথবে। মায়ের কাছ
থেকে ছুঁচ--সুতো এনে ফুল গাঁথবে। কিন্তু সে ছুঁচে সুতো পার করতে পারছেনা। বারবার চেষ্টা করেও সে বিফল হয়ে পড়ছে।
সে মাকে বলে। মা জানায়-------
ঘরের কাজকর্ম সারা হয়ে গেলে
মালা গেঁথে দেবে। কিন্তু ইয়ালা
চাইছে,সে নিজে গাঁথবে।
বারবার চেষ্টা করে সে নষ্ট করছে সুতো। তখন সে, একটি একটি করে ফুল টেবিলে সাজায়। মালার মতো সাজায়।
নিজেই হাততালি দেয়। এইতো
এইতো মালা------এই মালাই
তার ফুল কাকুকে আজ দেবে।আজ------শুধু আমার জন্মদিন নয়। সবার জন্মদিন।



-----৪ আষাঢ়১৪২৮
----১৯---৬----২০২১
----নির্মল হালদার




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ