শনিবার, ২ এপ্রিল, ২০২২

হত্যাকান্ড নির্মাণ



বীরভূমের একটি গ্রামে একটি শিশু সহ আট জন আগুনে পুড়ে মারা গেল।

আমরা কি সভ্য দেশে বাস করছি?
আমরা কি গণতন্ত্রে বাস করছি?

একে অপরকে দোষ দিয়ে শাসক ও বিরোধী দলের চাপান উতোর চলছে।

অগ্নিদগ্ধ পরিবারের লাভ কী?


ষড়যন্ত্র ষড়যন্ত্র চিৎকার করলেও
ফিরে আর আসবে না সেই আটটি 
প্রাণ। বরং প্রকাশ্য সন্ত্রাসের, গোপন সন্ত্রাসের ভয়ে কুঁকড়ে যাচ্ছে আরো অনেক প্রাণ। কেননা, আজকের এই সময় বলছে------- চুপ
একটিও কথা নয়।

রাজনীতির দমননীতি মানুষের
মেরুদণ্ড ভাঙ্গার অপপ্রয়াস থেকে
এক দন্ড বিরত নয়। তাই,
অগ্নিদগ্ধ হয়ে কে কখন যে মৃত্যুবরণ করবে, কেউ জানে না ।
তাই, জনগণ তাদের সমস্ত দরজা-জানালা বন্ধ করেছে। এবং
দমবন্ধ হয়ে মারা যাবে একদিন।

হিংসা ও প্রতিহিংসার রাজনীতি
প্রতিদিন একটি একটি করে হত্যাকাণ্ড নির্মাণ করে চলেছে।

বীরভূমের এই হত্যাকান্ড পরিকল্পিত? নাকি
বীরভূমের এই হত্যাকান্ড রাজনৈতিক?

আমার জিজ্ঞাসার কোনো উত্তর পাবো না।
ছাইয়ের স্তূপে দাঁড়িয়েও আমি কোনো উত্তর পাবো না।


-----৮ চৈত্র ১৪২৮
-----২৩----৩----২০২২
-----নির্মল হালদার
















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ