ফাগুন--চৈত্র থেকেই গাছে গাছে
আগমন নতুন পাতার। মন থেকে মন গেয়ে ওঠে--------
এসো ,এসো, এসো হে বৈশাখ-----
আরেক নতুন ঋতু নতুন দিনকে
আমরা আহ্বান করি।
আনন্দ করি কচি পাতার রঙে রঙে।
এও তো এক যৌথতা।
প্রকৃতির সঙ্গে সহবাস।
আমরা বিচ্ছিন্ন হয়ে থাকতে চাইলেও কোনভাবেই বাঁচতে পারবো না। যদিও সমাজ-সংসারে
আমরা বিচ্ছিন্ন হয়েই আছি।
কখনো কখনো বিচ্ছিন্নতা ছেড়ে এসে একসঙ্গে থাকা এবং একসঙ্গে বাঁচার জয়ধ্বনি করি।
সেরকমই একটি দিন-------
১ লা বৈশাখ ১৪২৯। সেরকমই একটি দিন
তুমিও নবীন পাতা
আমিও নবীন পাতা।
এবং উৎপল দাসের দ্বিতীয় কবিতার বইটি একেবারে টাটকা।
এই টাটকা বইয়ের গন্ধ নিতে
একসঙ্গে সবাই জড়ো হয়ে ছিলাম
ডিয়ার পার্ক সংলগ্ন " বন পুলক"---এ।
পুরুলিয়া শহর থেকে কাছেই।
উৎপল তো কবিতা পাঠ করলো।
সেই সঙ্গে অনিকেতের আরো অন্যান্য বন্ধুরা।
অজয় ও বাপি তৎপর হয়ে
সবার কাছেই পাঠিয়েছিল ডাক।
সৈকত রক্ষিত এসেছিলেন।
সাহিত্যিক সৈকত রক্ষিত।
যার গল্প-উপন্যাসে পুরুলিয়ার পিছিয়ে পড়া অবদমিত শ্রেণির ছবি দেখতে পাই।
মাটির গন্ধ পাই।
"মাটির বাঁশি বাজে গো
নুন হলুদে উনুনে"
উৎপল দাসের দ্বিতীয় কবিতার বইটির
মোড়ক উন্মোচন করলেন কথাকার
সৈকত রক্ষিত।
গোধূলির পাখিরা ঘরে ফিরতে ফিরতে থমকে দাঁড়িয়ে শুনে গেল, কবি কণ্ঠস্বর।
কবিতা পাঠ ।
বৈশাখের প্রথম দিনের মৃদুমন্দ হাওয়ায় নতুন পাতারা দুলতে দুলতে দাঁড়িয়ে পড়েছিল, কবিতা শুনবে।
আরো শুনেছিল রসিক বিজয় কর্মকারের সঙ্গে নাচনি--শিল্পী পস্তু বালার ঝুমুর গান।
অনিকেতের বন্ধুরা মিষ্টি মুখের ব্যবস্থা করেছিল। তার সঙ্গে রাজর্ষি চট্টোপাধ্যায়ের সৌজন্যে
চা--সিঙাড়া।
রাজর্ষি চট্টোপাধ্যায় একজন আদ্যোপান্ত সংস্কৃতি পাগল মানুষ।
তারই উদ্যোগে গড়ে উঠছে ক্রমশ
একটি সাংস্কৃতিক পীঠস্থান--------
"বন পুলক"।
এই ১ লা বৈশাখের কেতন
ওড়াতে এসেছিলেন বাচিকশিল্পী শুভাশিস গুহ নিয়োগী। এবং একজন ভ্রমণ লেখক ভাস্কর বাগচী। আলোকচিত্রশিল্পী
অভিজিৎ মাজি। এবং রামকৃষ্ণ মিশন থেকে ছুটে এসেছিলেন দেবাশিস মণ্ডল।
দীপাংশু মাহাত ও অজয় মাহাতর
কলম---ক্যামেরায় বৈশাখী আড্ডার নানা ছবি ধরা পড়ছিল।
ফ্রেমে ফ্রেমে বাঁধা পড়ছিল
অনিকেতের বন্ধুরা।
তাদের যৌবন লাবণ্যে পুরনো আকাশের কালিমা লুপ্ত হতে হতে
দেখা গিয়েছিল সন্ধ্যাতারা।
বিকেল রোদের ঝলকে একসঙ্গে সবাই জড়ো হয়ে শিল্প-সাহিত্য
অনুরাগের সুর তুলেছিল। যা সম্পূর্ণতা পেয়েছিল সন্ধ্যার আকাশে।
নবীনতায়।
এবং
কান না পেতেও
মাটির বাঁশি বেজেছিল
সকলের মনে।
গাছে গাছে।
------২ রা বৈশাখ ১৪২৯
-----১৬-----৪-----২০২২
------নির্মল হালদার
---------------------------------
ছবি : শুভাশিস গুহ নিয়োগী, দীপাংশু মাহাত ও অজয় মাহাত
আরও পড়ুন












কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন