মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
রবিবার, ২৮ মার্চ, ২০২১
কবিতা
শনিবার, ২৭ মার্চ, ২০২১
গণতান্ত্রিক অধিকার / নির্মল হালদার
অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার নাইবা থাকুক। ভোট দেওয়ার অধিকার আমার আছে। আমাকে যেতেই হবে ভোটের লাইনে। আমাকে দিতেই হবে ভোট। ভোট, আমার গণতান্ত্রিক অধিকার।
একটা সময় ছিল যখন কোনো ভোট আমি দিইনি। এই কারণে, আমি চিহ্নিত হয়ে গেছিলাম। এবং ভোটের দিন আমার কাছে সবাই জানতে চাইতো, কৌতূহলের সঙ্গে জানতে চাইতো, আমি ভোট দিয়েছি কিনা। যদি বলতাম দিয়েছি তাহলে, দেখতে চায়তো আমার কলঙ্কিত আঙ্গুল। আমি হেসে উঠলাম।
তখন পছন্দের বাইরে কোনো বোতাম ছিল না। আমি কি করে যাই ভোট দিতে। আমার নৈতিকতার বাইরে কি করে যাই, ভোটের লাইনে!
কেন না, ভোট একটি প্রহসন। ভোট, মানুষকে ঠকানোর এক কৌশল। ভোট, মানুষকে বোকা বানানোর এক ষড়যন্ত্র।
নেতা-মন্ত্রীরা বিভিন্ন মিডিয়াতে প্রচার করে থাকেন, প্রচার করছেন, আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। জনগণের কাছে আবেদন করছেন, আপনার ভোট আপনার অধিকার।
আমার বেঁচে থাকাও আমার অধিকার। আমার শিক্ষা আমার অধিকার। আমার স্বাস্থ্য আমার অধিকার।আমার অন্নবস্ত্র আমার অধিকার। বাসস্থান আমার অধিকার। কোন্ অধিকার আমি পেয়েছি?
গতকাল বুড়ি সবজিওয়ালির কাছে জানতে চাইছিলাম, মাসি ভোট দিবে তো? মাসি বললো,
আগে পেট। পেট ভরানোর জন্য বাজারে আসবো সবজি বিকতে, তার পরে সময় পেলে, ভোট দিতে যাব। এই বুড়ি সবজিওয়ালির কথা নেতা-মন্ত্রীরা কী শুনতে পান? এক রিকশাওয়ালাকে বলছিলাম, ভোট দিতে যাবে নাকি? সে বললো, যদি রিকশা টেনে চাল নুনের দাম টা বের করতে পারি, তবেই ভোট দিতে যাব-------।
আমার চা ওয়ালা, যার কাছে প্রতিদিন চা খেয়ে থাকি সকালে, সে বললো, বেলা বারোটার পর দোকান বন্ধ করবো, তা বাদে যদি মন করি, ভোট দিতে যাব।
এইসব ছবির দিকে আমাদের নেতা মন্ত্রীরা এবং রাজনৈতিক দলগুলি কী তাকিয়েছে ভুল করে?
আমরা বরং ভুল করে তাকিয়ে দেখতে পাই, চৈত্রের পলাশ। আগুন রাঙা পলাশ। যেনবা প্রতিবাদী কন্ঠস্বর হয়ে বলছে, আর নয় এবার দূর হটো------দূর হটো ------- আমরা ধরে ফেলেছি রাজনৈতিক দলের কারচুপি। আমরা আগে চাই, আমাদের বাঁচার অধিকার।
ফুটপাতে শুয়ে থাকা মা ও শিশুর মুখে যে মাছিরা বসছে, আগে তাড়াতে চাই। তাদের জন্য ব্যবস্থা করতে চাই, যে ব্যবস্থা থেকে তৈরি হবে মাথার আচ্ছাদন। যে ব্যবস্থা থেকে, দু'মুঠো আসবে।
ভোট নয়। জোট নয়। খুনোখুনি নয়। হাসি চাই।মানুষের মুখের হাসিতে এই পৃথিবী খুঁজে পাবে তার সৌন্দর্য।
পৃথিবীর মধ্যে ভারতবর্ষ বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। তার যথাযথ অর্থ করতে হলে, মানুষকে বাঁচার অধিকার কথা বলার অধিকার দিতে হবে।
নির্মল হালদার
২৭/৩/২০২১
কবিতা
১৯.
সূর্য নেই
একটার পর একটা রাত আসে
একটার পর একটা চাঁদ আসে
সকল রাতেই চাঁদ
চন্দনের গন্ধ ছড়ায়
সকল রাতেই আমার মায়াবী জাগরণ।
২০.
হাঁসের সঙ্গে থাকতে থাকতে
হাঁসের একটা গুণ পেয়েছি, জল বাদ দিয়ে দুধটা খাই। আসল নকলের তফাৎ ধরতে পারি বলেই,
খড়িগোলা দুধ রয়ে গেছে অন্যদিকে।
শুধু বীণাবাদিনীর পায়ের তলায় ধ্যান করতে পারি না।
ঘুমিয়ে যাই।
২১.
ফলের রূপ রস গন্ধ কাঠ পোকাও চেনে
এক ডাল থেকে আরেক ডালে পৌঁছেও
ফলের কাছে যেতে পারে না
ফলটি দুলে দুলে উঠছে।
কাল রাতেও একটি তারা
চাঁদের কাছে যেতে পারেনি বলে,
ঝরে গেছে আমার দুহাতে
তারার ভিতর আরেকটি তারাও নেই।
২২
পাখি শুধু পাখি নয় একটি উড়াল
আকাশকে ছুঁতে গিয়ে ফিরে আসে মাটিতে।
মাটির যা রূপ নিকটে থাকতে হয়,
ভালবাসতে হয়।
আকাশের সঙ্গে দূরত্বের প্রেম
দূরত্বই প্রেম।
----১৩ চৈত্র ১৪২৭
----২৭---৩---২০২১
-----নির্মল হালদার
বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
কবিতা
বুধবার, ২৪ মার্চ, ২০২১
সোমবার, ২২ মার্চ, ২০২১
বসন্ত উৎসব
শনিবার, ২০ মার্চ, ২০২১
কবিতা
বুধবার, ১৭ মার্চ, ২০২১
কবিতা
১১.
জলে জলে ওড়ে মাছ
জলে জলে ওড়ে জল
মাছের পাখায় জলের ভুবন
মাছের পিছনে মাছ উড়ছে
মাছের পিছনে মাছের চোখ
অনিমেষ আঁখি।
১২.
লাফিয়ে ওঠা মেষশাবকের মাঠ
যেটুকু আছে থাক। হারিয়ে গেলে
মেষশাবকের লোমের উষ্ণতা
খুঁজে পাবোনা।
অসীম উষ্ণতা ছুঁয়ে ছুঁয়ে
যদি সীমাকেই আঁকড়ে ধরি,
মেষশাবককে কাঁধে উঠিয়ে,
আকাশের দিকে হেঁটে যাবো।
আকাশ ও এক মাঠ।
------৩ চৈত্র ১৪২৭
-----১৭----৩----২০২১
----নির্মল হালদার
মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
কবিতা
শুক্রবার, ১২ মার্চ, ২০২১
কবিতা
৭.
উড়তে যাবে যেই
বকের পায়ে লটকে গেছি।
কোথায় যাবে কতদূর?
পা থেকে খসে পড়লে?
আমি কি শেয়ালের গর্তে পড়বো?
আমায় কি ধরবে হাতির শুঁড়?
ফণীমনসার ঝোপে পড়লে
আমি ক্ষতবিক্ষত
আমি ক্ষয়ের সৌন্দর্য।
৮.
পেঁচা আসবে রাত্রিও আসবে
রাত্রি শুধু অন্ধকার নয়
রাত্রি পেঁচার চোখ
আমাকে দেখাবে জঙ্গলের পথ
অথবা বিরহ। বেদনার সঙ্গে পড়ে থাকে
শুকনো পাতার সঙ্গে। পাতারা হলুদ হলেও
আমাকে জানায়, পেঁচার পায়ের তলায়
গাছের জ্যান্ত ডাল
আমিও আঁকড়ে ধরতে পারি।
----২৭ ফাগুন ১৪২৭
----১২---৩---২০২১
-----নির্মল হালদার
বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
কবিতা
বুধবার, ১০ মার্চ, ২০২১
কবিতা
৩.
কাঠবিড়ালির সামনের দু পায়ে ধরা আছে একটি ফল।
যা রঙ যা গন্ধ ছুঁতে চাইছে বাতাস।
আমিও লোভ করি। আস্তে আস্তে প্রবেশ করি
ফলের ভেতরে।
একটি ফল একটি বিশ্ব অথচ নুন নেই।
আমি ছিটকে উঠি। বাইরে এসে দাঁড়াই, চোখের জলের দাগে।
৪.
ডাঙ্গায় উঠেছিল
পিঠ থেকে রোদ নামতেই
কুমির চলে গেল জলে।
কুমিরের হিংস্রতায়
রোদ ধারালো হয়নি।
রোদ ছিল রোদের মতোই নরম,
খরগোশের মতো তুলতুলে,
আমি কোলে নিয়েছি।
---২৫ ফাগুন ১৪২৭
----১০--৩--২০২১
----নির্মল হালদার
নির্মল হালদারের ছবি
| নির্মল হালদারের পোর্ট্রেট |
![]() |
| কল্পোত্তমের সঙ্গে আলাপচারিতায় কবি নির্মল হালদার |
![]() |
| দোলনায় দূলছেন কবি নির্মল হালদার |
![]() |
| মানবাজারের অনুষ্ঠান থেকে ফেরার পথে বন্ধুদের সঙ্গে কবি নির্মল হালদার |
![]() |
| মানবাজারের অনুষ্ঠান থেকে ফেরার পথে বন্ধুদের সঙ্গে কবি নির্মল হালদার |
প্রধান উদ্দেশ্য সহায়তা বা অনুরোধের জন্য |
মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
কবিতা
১.
পৃথিবী ঘুরতে ঘুরতে মধুতে পড়ে যায়।
পায়ে লেগে থাকা মধুর দিকে
চেয়ে থাকে মৌমাছি।
পৃথিবীর পায়ে কী মৌচাক বাঁধবে?
মৌমাছি আমার সম্পর্কে আত্মীয়
মৌমাছি আমার আহ্লাদ।
আমিও ঘুরতে ঘুরতে মধুতেই মরবো।
মধুভাণ্ড ব্রহ্মাণ্ড।
২.
পিপড়ের প্রসব যন্ত্রণা
বাতাস থেকে বাতাসে উঠছে, ধীরে ধীরে
পিঁপড়ের বাসা কোথায়? আলো কি জ্বলে?
গাছ তলে পড়ে থাকা যন্ত্রণা
গাছ কি শোনে?
মাটিতে শিশিরের শিহরণ
পিঁপড়ে ডিম পাড়লেই, স্নান করাবে
অনন্তকালের স্নান।
----২৪ ফাগুন১৪২৭
----৯---৩---২০২১
----নির্মল হালদার
সোমবার, ৮ মার্চ, ২০২১
ফড়িঙ উড়ছে
১.
মেঘ ছুঁতে চাইছে ফড়িঙের ডানা
মেঘ উড়ছে আঁশটে গন্ধ ছড়িয়ে
মেঘ যে ডুবে ছিল নদীতে
মাছের সঙ্গে।
মাছ ও উড়বে নাকি?
ভালোবাসবে নাকি আমাকে?
পঞ্চমুখী জবার পাঁচ কথা শুনতে শুনতে চলে এসেছি
আকন্দের কাছে
আকন্দের দুধ নিরাময় করে।
২:
রেণু উড়িয়ে জবা স্তব্ধ হয়ে থাকে
জ্বলতে থাকে স্তব্ধতার রঙ
জবার রঙ আমাকে হিংস্র করেনা,
আমাকে শান্ত করে।নীরব করে আর
নিঃস্বতার কথা বলে
আমি দু'হাত পেতে নিঃস্ব হতে চাই।
----২৩ ফাগুন ১৪২৭
-----২৩----৩----২০২১
-----নির্মল হালদার
জনপ্রিয় পোস্টসমূহ
-
দুলিয়া এক প্রেমিকা প্রকৃতির কাছে -------------------------------------------- আশ্রম কন্যা? চঞ্চল বালিকা? কবি? প্রজাপতির উড়াল? কী যে বলবো ...
-
আমার ছোট্ট বন্ধু পালক। বাজারে গেলেই আমার সঙ্গে। নানা রকম বায়না। হাঁটতে না পারলে, কোলে নাও। আমি পেরে উঠি বা না উঠি আমি তাকে কোলে তুলি। এক এক...
-
গাছের মাথায় তারা জ্বলে শ্যাম ভাইয়া---- হ্যাঁ শ্যাম ভাইয়াকে যখন ইচ্ছে ডাকলে সাড়া পাবো এ বিষয়ে আমি নিশ্চিত। সেই নিশ্চিন্ততা থেকে আমাদের ব...
-
পাখির ভুবনে ----------------- আমার কাঁধে কার ভার নিয়েছি? সংসারের হাল তো আমার কাঁধে নেই। আমার কাঁধে নেই একটিও খড়ের আঁটি। তবে অনেক ভালোবাসা...
-
সুজিত এক আশ্রয় -------------------------- সুজিত সরকার আমার সতীর্থ। আমার বন্ধু। সতীর্থ না বন্ধু কোন্ দিকে আমার পাল্লা ভারী? কবি সুজিত সরকার...
-
পাহাড় আমাদের সম্পদ ------------------------------ পাহাড় একটি অভিমান। পাহাড় এক অপেক্ষাও। আমারতো পাহাড়তলি ঘর। আলো আসে। হাওয়া আসে। চেনা অচ...
-
যে তপন প্রকাশিত হয়নি ------------------------------ মানবাজার অনেকদূর হলেও অনেক কাছে। মানবাজার থেকে সারাদিন অনেক বার ফোন। তপনের ফোন। দুপুরে...
-
তার শিল্পসৃষ্টির কাছে সরস্বতী বীণা বাজিয়ে চলেছেন ------------------------------------------------------------------- পুরুলিয়ার প্রকৃতি পুর...
-
সমীরের বন্ধুত্ব। সমীর আইচের চিত্রকলা। ----------------------------------------------- নদী থেকে নদীতে যেতে হয়। একটা নদী থেকে আরেকটা নদীর রূপ...
-
বাংলাবাজারের তোয়াক্কা না করে, পাঠকের দিকে না তাকিয়ে, একটার পর একটা বই, গল্পের বই, উপন্যাস প্রকাশ করে চলেছেন স্বপন চক্রবর্ত্তী। স্বপন আদ্যো...




