মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

আঁকাবাঁকা শিকড়ের ছায়া






কপাল
---------

কার কপালে কী আছে কে বলতে পারে?

বুনন যতই ঘন হোক
বাঁশের ঝুড়িতেও ফাঁক থাকে

গাছের পাতা পোকায় কাটে

ভিখারির বাটিও ছেঁদা।



কপাল----২
---------------

শাক দিয়ে মাছ ঢাকা গেলেও
কপাল ঢাকা যাবেনা।
সূর্যকিরণ এসে কপালেই তো লিখবে:
আজকের সকালটা কী সুন্দর

ঘাম পড়বে মাটিতে।


-----১৮ চৈত্র ১৪২৮
-----২---৪----২০২২



তৃষ্ণা
-------


১:
কলসির গায়ে লেগে আছে এক ফোঁটা জল

অনন্তকালের জল

পিপাসায় বিধ্বস্ত বৈশাখ-জ্যৈষ্ঠ।


২:
কলসির গায়ে লেগে আছে এক ফোঁটা জল

দেয়াল থেকে চেয়ে আছে টিকটিকি

পিঁপড়ে উঠছে কলসির গায়ে।


৩:
চুঁয়া খুঁড়েও জল নেই

নদী শুধু বালির কাঠামো

আকাশ খুঁড়লে মেঘের হাড়গোড়।


-----১৯ চৈত্র ১৪২৮
-----৩----৪----২০২২



সহজ রস
-------------

জিলিপির প্যাঁচে প্যাঁচে রস

যে জানে, সে তাল--খেজুরের মাথায় উঠে
চাঁদকে করে সহজ রসের কান্ডারী।



বাঁধন
--------

মাটি বেঁধেছে ঘাসের শিকড়

জল বেঁধেছে পদ্মের মূল

খড় বেঁধেছে ঘরের ছাউনি

রাস্তা বেঁধেছে রাস্তা

আর মাহালির মেয়ে?

পায়ের আঙুলে বেঁধেছে সহজ আংটি।


------২০ চৈত্র ১৪২৮
------৪----৪----২০২২



হাঁড়ি
-------

এক দু সের চাল ধার পেতেই পারে।
ভাতের হাঁড়িতো ধার পাবেনা।

সুখনাড়ার ঘরে হাঁড়িও বাড়ন্ত।

হাঁড়ির কানা ভেঙ্গে গেছে।

চাকার মতো পৃথিবী ঘুরলেও
হাঁড়ি তৈরি হবে না।

যেতেই হবে কুমোরের ঘর।




ঠাঁই
------

পদিনার গন্ধ থেকে চাষী বউয়ের গন্ধ।

তার খুঁটেইতো বাঁধা আছে মাটি
তার কাছেই খুঁজছে ঠাঁই,

একটি দুটি রাহেড় গাছ।

কাজল লতা এসে গাছের ডালে দুলবে

কাজল লতার লেজ থেকে ঝরবে কাজল,

ছোট ছোট রাহেড়ের চোখে।


-----২১ চৈত্র ১৪২৮
-----৫----৪----২০২২



অক্ষর পরিচয়
-------------------

শেলেটে শেলেটে লেখার আগে
ভাতের থালায় করেছি আঁকি-বুকি।
অক্ষর পরিচয়ের আগেই আমার অক্ষর,

এক --একটি অন্ন।


----২১ চৈত্র ১৪২৮
----৫----৪----২০২২



রান্নার গন্ধ
--------------

সরমা রান্না করে পুঁটি মাছের চচ্চড়ি।

গন্ধ ওঠে।

স্বাতী ও সপ্তর্ষির কাছে।



ঘুঁটে
------

দেয়াল তো নেই

ঘুঁটে দেবার মত গাছও নেই

এক তাল গোবরের একহাত থাপ্পড়

আকাশেই।



গাঁথতে গাঁথতে
--------------------

আর যা যা থাকার আছে সবই,
ছুঁচ--সুতাও আছে।
কখনো ফুল গাঁথতে গাঁথতে
গেঁথে ফেলবে চোখের জল।


------২২ চৈত্র ১৪২৮
------৬----৪-----২০২২



সোনার কৌটো
--------------------

আমি পেয়েছি মায়ের সোনার কৌটো।

সকাল হলেই সিঁদুর ঝরায়।

বিকেল হলেই সিঁদুর ঝরায়।

চিরুনিতে খুঁজে বেড়ায় সিঁথি
ওই এক রমণী।



পাখি শিকার
-----------------


১:
উড়তে উড়তে
আকাশের রূপ সুন্দর করলেও
পাখিকে মারবেই মকর।

আকাশের সৌন্দর্যে আঘাত করবেই
গুলতির পাথর।


২:
পাখি মেরেছে।

পাখি পোড়া মাংসের গন্ধে
দু'মুঠো হয়ে যাবে চার মুঠো

মকর সোরেনের হাসি।


------২৩ চৈত্র ১৪২৮
-----৭----৪----২০২২



উনুন
-------

চৈত্রের সূর্য ধান সেদ্ধ করা উনুন

একটাই উনুন

চৈত্রের হাওয়ায় জ্বলে জ্বলে ওঠে

সারাবছরের খিদে উস্কে ওঠে।




শ্রী
---

ঝাঁটার কাঠি খুলে পড়লেও
পিঠে ছড়ানো চুল একটিও খসবে না।
বরং পিঠের চুল ভগবানের ভিজে পা মুছিয়ে
ঘরে নিয়ে আসবে শ্রী।



মুঠি
------

কার হাতে ধূলি মুঠি সোনা?

ধুলো তুললেই নক্ষত্রের গুঁড়ো

শ্বেত শুভ্র।


-----২৫ চৈত্র ১৪২৮
-----৯----৪----২০২২
----নির্মল হালদার










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ