সুজল একটি ফুল
----------------------
পেঁড়রা গ্রামটি আমি দেখি নাই।
পেঁড়রাতে বাঁশের ঝাড় আছে কিনা আমার জানা নেই। পলাশ ও শিমুল, শাল ও কুসুম আছে কিনা আমার জানা নেই।
আমি জানিনা, পেঁড়রার দুয়ারে দুয়ারে আম পল্লব আছে কিনা।
আমি জানিনা, পেঁড়রা গ্রামে ক' টি
বাঁধ আছে।
ধান ক্ষেতের পাশেই কি খেজুর গাছ আছে? শিব মন্দির কতদূর?
হরি মন্দির কত কাছে?
পেঁড়রা যেতে হলে বাস পাবো?
বাস যদি না থাকে সাইকেল কিংবা বাইক।
আমাকে কে নিয়ে যাবে?
পেঁড়রা আমার যাওয়া হবে না।
যা মনে হয় আমার। তবে কার কাছে যাবো?
সুজলের সঙ্গে আলাপ পরিচয়ের সূত্রে সুজলের কাছে যাওয়া যেতে পারে।
সুজল তো কাছেই থাকে।
সুজল একটি ফুল। ফুটফুটে।
ভোরের আলোর মতোই সৌন্দর্য তার। সে হাঁটলে সুগন্ধ ছড়ায়। এবং যে পথে হাঁটে সেই পথ জড়িয়ে ধরে তার পা।
পা থেকেই তো শুরু হয় সৌন্দর্য।
পায়ের দিকে চেয়ে থাকে ধুলোবালি। আকাশ ও পায়ের দিকে চেয়ে থাকতে থাকতে ভাবে,
সে কেন পথ হলোনা?
পথ হলে, সুজলের পায়ে পায়ে
হেঁটে যাওয়া। আকাশ ভাবে, সে তবে ধন্য হয়ে যেতো।
কোনো কোনো লতাপাতা তাকে জড়িয়েই থাকতে চেয়েছে। তার
ভালোবাসার কাছে প্রতিষ্ঠা চেয়েছে।
সুজলের কাছে ঠাঁই পেতে সবাই আগ্রহী।
কার কার ঠাঁই হয়েছে?
সুজলের কাছে মৌমাছিরা যায়।
আলো বাতাস যায়। হৃদয় যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে।কোনো
হৃদয় আবার সুজলের কাছে খুব প্রিয়।
সেই হৃদয় কোথায় থাকে?
সুজল কোথায় থাকে?
সুজলের কাছে যেতে হবে।
সুজল একটি ফুল। সুগন্ধময়। অনন্য।
--------২০ আষাঢ় ১৪২৯
--------৫----৭---২০২২
-------নির্মল হালদার
ছবি : সংগৃহীত








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন