পল্লবিত হয়ে ওঠে সুর
---------------------------
সম্ভবত ২০১০ পল্লব এসেছিল পুরুলিয়াতে লোকেশন খুঁজতে। খুঁজতে খুঁজতে আমাকেও পেয়ে গেছলো সে।
দুজনে মিলে পুরুলিয়ার পাহাড় নদী জঙ্গলে জঙ্গলে ঘুরে লোকেশন স্থির হয়েছিল পঞ্চকোট পাহাড়ের কাছে। গোবাগের কাছাকাছি গ্রাম।
পল্লবকে সহযোগিতা করেছিল স্থানীয় মানুষ হিসেবে রাজেন টুডু। নিরাময় মুদি। রঘুনাথ মন্ডল।
আমার মনে পড়ছে, পল্লবকে আরেকজন সহযোগিতা করেছিল। সে হলো সাধন মাহাত।
সেই ছবি মুক্তি পেলো ২০১৫ তে।
সেই ছবি "মেঘের মেয়ে "অন্য ধারার একটি ছবি। যেমন অন্য ধারার পরিচালক পল্লব কীর্তনীয়া।
যৌবন থেকেই পল্লব গতানুগতিক পথে হাঁটে না। আশির দশকে ডাক্তারি পড়তে গিয়ে মেডিকেল কলেজে নতুন পথের নকশাল আন্দোলনে জড়িয়ে পড়েছিল।
তখন থেকেই সে কবিতা প্রয়াসী।
গানও লিখছে। সৃষ্টি করছে সুর।
পরিবর্তনের লড়াইয়ে পল্লব সক্রিয় ছিল। যখন দেখলো পরিবর্তনে নামে সেই স্বৈরাচারের মুখ, সে চলে এলো নিজের জায়গায়।
একলা পথেই হাঁটবে।
এবং বর্তমানে একলা পথেই হাঁটছে সে।
নিজের লেখা নিজের সুরের গানকে অবলম্বন করে বাঁচার পথ খুঁজতে গিয়ে হোঁচটের পর হোঁচট খায় পল্লব।
শাসকের বিরোধিতা করতে গিয়ে
সে কোনো জায়গা থেকেই গান গাওয়ার জন্য ডাক পায়না। তাকে নতুন করে শুরু করতে হয়েছে চিকিৎসা। হাসপাতালের কাজ।
জীবন জীবিকার টানাপোড়েনে সে মাঝে মধ্যে হতাশ হয়ে গেলেও রবীন্দ্রনাথের গান তাকে উদ্ধার করে। সাহস পায় সে।
পল্লব রবীন্দ্রভারতী থেকে
রবীন্দ্র সংগীত নিয়ে মাস্টার্স করেছে। প্রত্যয় জন্মেছে তার।
সেই প্রত্যয় থেকেই আমার সঙ্গে অনিয়মিত হলেও যোগাযোগ।
সে মঞ্চ ক্যামেরা হাততালির দিকে
ছুটে না গিয়ে গান লেখে। নিঃশব্দে। সে সুর করে। নিঃশব্দে।
যেন বা, বাতাসকেও শোনাবেনা তার গান।
নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা সব সময় বজায় থাকে না তার। আমাকে হয়তো নতুন একটি গান
কিংবা গানের লিংক আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়।
আমি দেখতে পাই, পল্লবের এক মাথা ঝাঁকড়া চুল নড়তে নড়তে
আকাশকে নামিয়ে আনছে নিচে।
পাহাড় টলে উঠছে।
সেই সব রাগ দুঃখের গানে এদেশের মানুষের মুখগুলি দেখা যায়। পাশাপাশি পল্লবের অনেক গান বেদনা বিরহ বাহিত।
মন খারাপ হয়ে যায় আমার।
আমার অনেক বন্ধু ও বন্ধুনী পল্লবের গানের অনুরাগী।
আর আমি তার বন্ধুতার অনুরাগী অবশ্যই। তার বন্ধুতা থেকে আমি খুঁজে পাই আমার মনোবল। আমিও একা হয়ে একা নই। আমার সঙ্গে আছে অজস্র পায়ের ছাপ।
নীরব।
পল্লব, পল্লব কীর্তনীয়ার সঙ্গেও আছে বুনো গাছ থেকে ফুলের গাছ । রেণু ছড়ায়। আছে বট গাছের ঝুরি।
মাটিকে ছুঁয়ে মাটির গভীরে।
অন্তস্থলে পল্লবিত হয়ে ওঠে সুর।
পল্লব, চলো তোমার গানে বর্ষা নামাই আমাদের রুখাশুখা দেশে।
-------১৩ আষাঢ় ১৪২৯
------২৮---৬--২০২২
-------নির্মল হালদার
ক্যাসেট/ সিডি
১। কোন ভাঙনের পথে , (নিজের গান), প্যান মিউজিক, ১৯৯৪
২। শাওন, (নিজের গান), আশা অডিও, ১৯৯৮
৩। ধুলোখেলা, (নিজের গান), এইচএমভি, ২০০০
৪। নগর নাবিক, (নিজের গান), এইচএমভি, ২০০১
৫। মুক্তবেণী (রবীন্দ্র সঙ্গীত), আশা অডিও, ২০০৩
৬। রক্তকরবী (টেলিসিরিয়াল), এইচএমভি, ২০০৬
৭। সিঙ্গুর-কথা নন্দী-গান, (নিজের গান), কসমিক হারমনি, ২০০৭
৮। আলোমানুষ, (নিজের গানের ভিডিও), কসমিক হারমনি, ২০০৮
৯। ঘুমের পাতা, (নিজের গান), কসমিক হারমনি, ২০০৮
১০। দোসর যে জন, (রবীন্দ্র সঙ্গীত), কসমিক হারমনি, ২০১০
বই
১। অন্য তুমি ( গানের গদ্য), প্রমা পাব্লিকেশন, ১৯৯৫
২। ছায়াজল (কবিতা), চতুরঙ্গ প্রকাশনী, ২০১১
৩। গানের মাটি ও সোনাই যাই (গানের গদ্য সঙ্গে স্বকণ্ঠে নিজের কবিতার সিডি), অভিযান পাব্লিসার্স, ২০১১
৪। পাতার পরিজন (অডিও বুক), গাঙচিল প্রকাশনী ২০০৯, অভিযান পাব্লিসার্স সংস্করণ ২০১৩
৫। পাতার ক্যানভাস (গদ্য), অভিযান পাব্লিসার্স, ২০১৪
৬। নম্র নদীটি (কাব্য উপন্যাস), অভিযান পাব্লিসার্স, ২০১৮
৯। মেঘের মেয়ে (চিত্র নাট্য), বইতরনী প্রকাশনা, ২০১৮
ছবি : সংগৃহীত





























কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন