হাতি ও পালক / নির্মল হালদার
হাতিরা এসেছে পালককে খুঁজতে। তাকে দেখাবে দলমা পাহাড়। হাতিদের ডেরা দলমা পাহাড়েই।
কোথাও পালককে দেখা যাচ্ছে না। সে এই এখুনি ধুলো খেলা খেলছিল। তারপর কোথায় যে
লুকিয়েছে তার মা--ও খুঁজে পায় না। হাতিরা খুঁজে খুঁজে হয়রান। আজ পালককে নিয়ে যেতেই হবে।তাকে দেখাতেই হবে পাহাড় কেমন হয়।
শুধু কি পাহাড়? পাহাড়ের সঙ্গে জঙ্গলও আছে।
হনুমান আছে অনেক। হাতিদের সঙ্গে খুব ভাব। কখনো কখনো হাতির পিঠে চড়ে ঘুরে বেড়ায় জঙ্গলে।
একটা হস্তি শাবক ছটফট করছে পালকের জন্য। সে পালকের সঙ্গে খেলবে। পালক কোথায়?
সে হাঁসের সঙ্গে পুকুর দেখতে গেছে। এই বর্ষায় পুকুরে দেদার জল। পালক হাঁসের সঙ্গে সাঁতার
শিখবে।
হাতিরা পুকুরে গিয়েও দেখতে পেল না। কে যেন বললো,পালক ঘুমোচ্ছে।হাতিরা তার মায়ের কাছে এসে জানতে পারলো, ঘুম ভাঙতেই পালক চলে গেছে কলা বনে। সে হাতিদের কলা খাওয়াবে।
হাতিরা খুশি হয়ে পালকদের ঘরের কাছে বসে রইল। তখন একটা পিঁপড়ে এসে হাতিদের বলে-----তার বাড়ি কাঁসাইয়ের ওপারে। কিন্তু নদী পার হয়ে যেতে পারছে না। হাতিরা যদি পার করে দেয়, পিঁপড়ে উপকৃত হবে।
এখন কাঁসাইয়ে খুব জল। হাতিদের দল থেকে একটা হাতি পিঁপড়েকে পিঠে নিয়ে নদী পার করতে গেল।পালক কোথায়? কখন আসবে?
হাতিরা অস্থির হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় আরো। তারা কলা বনে যাব বলছিল। তখন পালকের মা এসে বলে, তোমরা বোসো------ একটু দুধ খাও। হাতিরা দুধের বদলে জল খাবে, জানিয়ে দিতেই পালকের মা
হাতিদের কাছে জল এনে দেয়।
পালকও এসে গেছে।তার সঙ্গে কয়েক কাঁদি কলা।হাতিদের খুব আনন্দ। তারা কলা ভোজন করে পালককে বলে ------চলো এবার পাহাড় দেখতে। পালকের মা বলে, আগে ওদের ইস্কুল থেকে ঘুরে এসো।আজ ওর ড্রয়িং পরীক্ষা আছে। হয়তো ওকে হাতি আঁকতে বলবে। তোমরা সঙ্গে থাকলে কাছে থাকলে তোমাদের দেখে দেখে আঁকতে পারবে।
হাতির পিঠে উঠে পালক ইস্কুলে যায়।
----১৪ শ্রাবণ ১৪২৮
----৩১---৭---২০২১
----নির্মল হালদার















































