গণতন্ত্র
---------
পতাকা উড়তে উড়তে
ন্যাংটো শিশুর গায়ে এসে পড়লো
স্বাধীনতার মত।
গণতন্ত্রের মত।
হত্যাকাণ্ড নির্মাণ
----------------------
বুয়ান পাতা জ্বালিয়ে দিলে
মশা মাছি চলে যায়।
মানুষকে জ্বালিয়ে দিলে
কাছে এসে দাঁড়ায়,
জলভরা মেঘ।
সংবিধান
------------
কত যোগ বিয়োগ কত গুন ভাগ
ইঁদুর চিনলে,
সংবিধানের পাতা ছিঁড়ে কুটি কুটি।
-------১৯ বৈশাখ ১৪২৯
------৩----৫-----২০২২
অধিকার
------------
অধিকার না--ফলালেও একটা আকাশ
অধিকার থাকলেও
১০০ দিনের কাজ নাই।
ধর্ষণ
-------
পাহাড়ের কোলে--কাঁখে অনেক গাছপালা
এই আমার দেশ
মহাভারত।
বস্ত্রহরণের পরেও বস্ত্রহরণ
লুকিয়ে পড়ে তুলসী গাছ।
আদিবাসী
-------------
মাথায় কাঠের বোঝা
পাহাড় থেকে নামছে।
মাথায় কাঠের বোঝা
আমার আদিবাসী ভারত বর্ষ।
--------২০ বৈশাখ ১৪২৯
-------৪-----৫-----২০২২
বটের ঝুরি
--------------
বটের ঝুরি নিচে নামছে।
মাটির গভীরে অনেক রকম খাদ্য।
প্রতিদিন চুরি হয়।
পেটভর্তি লোকেরা চুরি করে।
২:
বটের ঝুরি মাটি ছোঁবেই।
মাটি ছুঁয়ে ছুঁয়ে পা--কে ছোঁবেই।
প্রণাম।
এই বাংলার এইতো রীতি।
-------২১ বৈশাখ ১৪২৯
------৫----৫----২০২২
------নির্মল হালদার
আরও পড়ুন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন