মঙ্গলবার, ২৪ মে, ২০২২

পুরনো কলকাতার পুরনো বন্ধু



পুরনো কলকাতার পুরনো বন্ধু
---------------------------------------------
"হে মাধবীলতা "প্রবুদ্ধর এই একটি উপন্যাস। আমি পড়েওছি।
তার দুটো গল্প সংকলন আমি হাতের কাছে পাইনি।

প্রবুদ্ধ মিত্র আমার বন্ধু।

পুরনো কলকাতার পুরনো পাড়া
বাগবাজারে থাকে। তাদের বাড়ি
ঐতিহ্যময় এক বাড়ি। ১৮৮৫ র
২৮ জুলাই তাদের বাড়িতে এসেছিলেন রামকৃষ্ণ দেব। প্রবুদ্ধর ঠাকুরদার পিসিমা ছিলেন
রামকৃষ্ণদেবের শিষ্যা। যিনি
যোগীন মা হিসেবেই পরিচিত ছিলেন।

এই বাড়িতে যখনই গেছি ভুলে গেছি বাড়ির দরজা বাড়ির নাম্বার। তখন প্রসূনের বাড়ি থেকে প্রবুদ্ধর বাড়ি নিয়মিত।

প্রসূন ও প্রবুদ্ধ দুজনেই বাগবাজারের  বাসিন্দা। দুজনেরই
জন্মদিন ২৪ বৈশাখ। 

তখন " অভিমান "। একসঙ্গে একগুচ্ছ তরুণ তুর্কি। দলনায়ক গৌতম চৌধুরী।
প্রবুদ্ধ প্রসূন আরো অনেকের সঙ্গে
কফি হাউসে " অভিমান " ---এর
টেবিলে আলাপ।

তখন তো সবাই একই সঙ্গে
স্বপ্নের বেলুন ওড়াই। প্রায় ফাঁকা পকেটে চলে যাই খালাসিটোলা।

তখন আমিও বন্ধুদের বাড়ি বাড়ি
ডেরা বাঁধি। আজ এখানে তো কাল সেখানে।
প্রবুদ্ধর বাড়ি কতবার গেছি?

প্রবুদ্ধ অর্পিতা ও লগনকে নিয়ে অনেকবার পুরুলিয়া এসেছে। আমরা হুল্লোড় করেছি
যৌবনের উল্লাসে।

প্রবুদ্ধর বাড়ি গেলে অর্পিতার
আদর আপ্যায়ন ছোট বোনের মত। কত কত যে উপহার দিয়েছে আমাকে।
আমি উজ্জ্বলতা পেয়েছি। 

কোনো কোনো উপহারও উদ্দীপ্ত করে। যেমন " অভিমান "পত্রিকায় প্রবুদ্ধর ছোট ছোট ধারালো গদ্যগুলি । একটা সময় যৌবনের শুরুতে । আমরা লাফিয়ে উঠেছি।

তখন তো প্রবুদ্ধ প্রসূন দেবুদা
"অভিমান "পত্রিকায় গভীরভাবে।
আরো অনেকে।

প্রবুদ্ধ গল্প ও গদ্য লিখলেও কবিদের সঙ্গেই তার ওঠাবসা।
তার তর্ক বিতর্ক। চিন্তা বিনিময়।

সে অল্প  লেখাতে বিশ্বাস করে বলে, এই এত বছরে তিনটি মাত্র বই। এও এক উদাহরণ। আজকের বাংলাবাজারে। যখন
আজকের কবি লেখকরা ছুটোছুটি করছে, তখন সে নিজের জায়গায় স্থির।

প্রবুদ্ধর এই জায়গাটা আমি খুব শ্রদ্ধা করি। কোনো চাহিদা নেই। বাজারি ইশারার দিকেও সে সাড়াশব্দ করে না।

বাগবাজারের গঙ্গা প্রবুদ্ধর  হৃদয়কে প্রসারিত ক'রে তার মনের দিকে বাতাস পাঠায়। যা কখনো কখনো আমিও পেয়ে থাকি।

কপালে হাত রেখে দেখি বন্ধুত্বের উষ্ণতা।


-------- ৯ জ্যৈষ্ঠ ১৪২৯
--------২৪----৫----২০২২
-------নির্মল হালদার







ছবি : সন্দীপ কুমার



প্রবুদ্ধ মিত্রের বই

১।  হলফনামা- গল্প সংকলন - ২০০৬

২।  হে মাধবীলতা - উপন্যাস - ২০১০

৩। যুদ্ধের বুদবুদ - গল্প সংকলন- ২০২০
--------------------------------------------------------------------












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ