শনিবার, ৯ জুলাই, ২০২২

ভালোবাসাও এক ভার



ভালোবাসাও এক ভার
-----------------------------

আমি চঞ্চলকে একবারও দেখি নাই। তাকে চেনা তো অনেক দূরের কথা।

আমি অবশ্য গোলাপকেও চিনি না। কাছে গেলেও চিনতে পারিনা।

চঞ্চলের কাছে তো একবারও যাইনি। চঞ্চলও আমার কাছে একবারও আসেনি ‌

শুধু দূর থেকে কথা।

কী কথা?

কে কাকে ভালোবাসে কে বলবে?

ভালোবাসাও এক ভার। কাঁধে তুললে নামানো যায় না।

আমি কী ভার নিতে পারি?

কাঁধেতো পাহাড়।দু কাঁধেই পাহাড়। কার কাছে নামাবো কে আমাকে হাল্কা করবে?

বরাবাজার যাই আর বাথান যাই
যেখানেই যাব ভালোবাসা।
পেঁড়রা যাই আর পিঁড়রা যাই
যেখানেই যাব ভালোবাসা।
ডাকাকেঁদু যাই আর মুটরুডি যাই
যেখানেই যাব ভালোবাসা।

সুজানডিতেও ভালোবাসা থাকে।
তাল গাছে বাঁধা রসের হাঁড়ির মত।

আচ্ছা, চঞ্চল কি বলবে আমাকে অকপটে যে সেও সময়ে সময়ে গরু বাগালি করতো? সেও কখনো কখনো চাষের কাজ করেছে?

ভালোবাসার কাজ করে
আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি। সে গাছপালার সঙ্গেও প্রেম করে , বুকে হাত দিয়ে বলে দিতে পারি।

সে বলতে পারবে না আমার বিষয়ে কিছুই। আমি যে নদীকে মাথায় বেঁধেছি , আমি যে নদীকে নিয়েই রাস্তার পর রাস্তা হেঁটে যাই।

আমার যে তৃষ্ণা খুব।

আমি সুজলের কাছে।আমি কিরাতের কাছে।
আমি একবার যাব চঞ্চলের কাছেও।

আমি তো চঞ্চলকে দেখি নাই।
কী করে যাব তার কাছে?
কাছে গেলেই কি ভালোবাসা?
কাছে না গেলেও তো ভালোবাসা হয়ে থাকে?

চঞ্চলদের ঘরের চালায় দুটি শালিক প্রেম করে। ডানা ঝাপটায়।
চঞ্চল নিজেও পাকা পেঁপের দিকে চেয়ে থাকে। চঞ্চলের কাছে জেনে নিতে হবে, পেঁপে গাছের বয়স কত?

তার আগে আমাকেও বলতে হবে,
আমি কবে যাব চঞ্চলের কাছে?
অথবা চঞ্চল কবে আসবে আমার নিকট?

সুজলকে সেই কবে দেখেছি, তার জন্য মন কেমন করে। কিরাতকে কবে দেখেছি মনে পড়ে না।

মিলনের দেখা কবে পাবো?

মিলন কি ধুলায় ধুলায় মাটিতে?

মিলন কি পাতায় পাতায়, ফুলে ফলে? মিলনের সুগন্ধ মিলনের বিরহ আকাশে কি জেগে থাকে?

চঞ্চল সুদূরের পিয়াসী।

কাছে এসেও চলে যাবে। চঞ্চলের টান-ভালোবাসা ধরা যাবে না কখনো। এবং এই চঞ্চল থোকা খেজুরের সঙ্গে একটি খেজুর।

আমাকে চেনে না।


-----২৪ আষাঢ় ১৪২৯
------৯----৭----২০২২
------নির্মল হালদার










ছবি : সংগৃহীত















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ