বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

আকন ফুলের মালা



আকন ফুলের মালা
-------------------------
মাঠে ঘাটে ঝোপে ঝাড়ে একটি গাছ। আকন্দ ফুলের গাছ। আমাদের অঞ্চলে বলা হয়, আকন ফুল।

দেখতে সুন্দর নয়। যেমন দেখতে সুন্দর নয় ছাইভস্ম মাখা শিব। শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। গাঁজাও টানে। এবং এই শিব খেটে খাওয়া মানুষের দেবতা। এই দেবতার গলায় ঝুলে থাকে আকন্দ ফুলের মালা।

আমাদের এই রাঢ় অঞ্চলে বিবাহের সময় বর-কনের গলায় দেওয়া হয়ে থাকে আকন্দ ফুলের মালা। 

আকন্দ ফুল শুভ।
যেহেতু শিবের গলায় থাকে।

একটা প্রবাদ চালু আছে, শিবের মত বর। বর-কনেকেও বলা হয়, হরগৌরীর মত লাগছে। অর্থাৎ----আকন্দ ফুলেরও মর্যাদা আছে। যতই সে বাগানে না ফুটে মাঠে ঘাটে বেড়ে উঠুক। যতই তার শোভা না থাক, শিবের গলায় শোভা পাবে।

আকন্দের গাছ  অবহেলিত হলেও
আকন্দ পাতার বোঁটা ছিঁড়লে যে দুধ সেও আয়ুর্বেদিক ওষুধের জন্য কাজে লাগে।

লক্ষ্য না করলেও সে আছে।
রোদে জলে ঝড়ঝাপটা সহ্য করে
সে আছে। সেও আমাদের। তাকে দেখবো না বললেও দেখতে হবে, হঠাৎ। কোনো রাস্তায়। আকন্দ গাছ ছায়া না দিলেও ফড়িং আসে তার কাছে। অজস্র খুদে খুদে পোকাও আসে। 

আকন্দ ফুলেও মধু।

যে জানে সেই তো রসিক।

ত্রিভুবনের।


------১৮ জ্যৈষ্ঠ ১৪২৯
------২---৬----২০২২
------নির্মল হালদার
















ছবি : দীপাংশু মাহাত



















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ